ইবিতে ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ইবি (কুষ্টিয়া) প্রতিনিধি | ২৮ আগষ্ট ২০২২, ০২:৪৭

সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা (ডি ইউনিট) এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৭ আগস্ট দুপুর ১২ হতে ১টা পর্যন্ত চলে এ ভর্তি পরীক্ষা।

এসময় হলগুলো পরিদর্শন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় পরিদর্শন টিমের সদস্যবৃন্দ সন্তোষ প্রকাশ করেন। পরীক্ষার্থীদের উপস্থিতি ছিল সন্তোষজনক। ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে চারটি বিভাগে ৩২০টি আসন আছে।

এদিকে শাখা ছাত্রলীগের উদ্যোগে পানি, স্যালাইন ও নানা সামগ্রী বিতরণ করে। ভতিচ্ছুদের স্বাগত জানিয়ে মিছিল করে নেতৃবৃন্দ।

এ বিষয় ইবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, আমাদের নিয়মিত কার্যক্রমের ধারাবাহিকতায় এ আয়োজন করা। প্রচণ্ড রোদে অনেক অভিভাবক ও বিভিন্ন ইউনিটের সদস্যদের কিছুটা প্রশান্তি প্রদানের লক্ষ্যে তৃষ্ণা লাঘবের জন্য এ পানি, স্যালাইন ও নানা সামগ্রী বিতরণ করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর