গ্রেনেড হামলার প্রতিবাদে ইবি ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

ইবি প্রতিনিধি | ২২ আগষ্ট ২০২২, ১২:০৩

সংগৃহীত

২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে ও এ ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

রবিবার সাড়ে নয়টায় মিছিলটি ডায়না চত্ত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৃত্যুঞ্জয়ী মুজিব মুর‍্যলে গিয়ে শেষ হয়। এসময় বিভিন্ন স্লোগানে প্রকম্পিত হয় মেইনগেট এলাকা। পরবর্তীতে ছাত্রলীগের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় মৃত্যুঞ্জয়ী মুজিব মুর‍্যলে। পরে এক মিনিট নিরবতা পালন করা হয়। সবশেষে দোয়া ও মোনাজাত করা হয় গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, বিভিন্ন সময় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য চেষ্টা চালানো হয়েছে। কিন্তু জনগনের প্রিয় নেত্রীকে সব সময় আল্লাহ রক্ষা করেছেন। বিএনপির নেতৃত্বাধীন চার দলীয় জোট আমলে ২১ আগস্ট যে গ্রেনেড হামলা হয়েছে তাও ছিল জননেত্রীকে হত্যার চেষ্টা। বক্তারা অবিলম্বে এ ঘটনার সাথে জড়িতদের বিচার দাবি করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর