পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ¯œাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শনিবার সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত পরীক্ষায় ১ হাজার ৩১০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এক ঘন্টার পরীক্ষার মধ্য দিয়ে তিনটি ধাপের তৃতীয় ধাপ তথা শেষ ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হলো। গুচ্ছ পদ্ধতিতে দেশের ২২টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করেছে।
প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়। উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন ও উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান ভর্তি পরীক্ষা সার্বক্ষনিক মনিটরিং করেন। উপাচার্য ও উপ-উপাচার্য বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন।
উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান বলেন, বিশ্ববিদ্যালয় পরিবার, পরীক্ষা কেন্দ্র প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনী সর্বোপরি পাবনাবাসীর আন্তরিক সহেযাগিতায় সুন্দর পরিবেশে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষা প্রক্রিয়ার সাথে জড়িত সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।
উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বলেন, জাতীয়ভাবে ২২টি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতির অংশ হিসেবে আমরা প্রথম বর্ষের শেষ ধাপের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন করলাম। তিনটি পরীক্ষাই খুব সুন্দর, সুশৃঙ্খল, সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় আমি আমাদের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, ছাত্র-ছাত্রী, প্রক্টরিয়াল বডি, সরকারের বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী, পরীক্ষার সাথে জড়িত সকল মহল, নারী পুলিশ, সর্বোপরি পাবনাবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
আপনার মূল্যবান মতামত দিন: