নোবিপ্রবিতে ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি

নোয়াখালী প্রতিনিধি | ১০ আগষ্ট ২০২২, ০১:৪৩

সংগৃহীত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আগামী এক বছরের জন্য নুতন কার্যনির্বাহী কমিটি গঠন করেছে ‘ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণ সমিতি’। এতে সভাপতি হিসেবে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ফাহিম প্লাবন ও সাধারণ সম্পাদক হিসেবে ফলিত গণিত বিভাগের শিক্ষার্থী শফিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

সোমবার (৮ আগস্ট) নতুন এ কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেন সংগঠনটির উপদেষ্টামণ্ডলীর সদস্যরা।

এছাড়া নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে কাজী লিসান, রকিব আহমেদ, মো. ফারদুল্লাহ, সাব্বির আহমেদ শিহাব, রাইসুল হাসান নওশীন, হাবিব রহমান, আকাশ বনিক ও মো. আব্দুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে আফনান ইয়ামিন, আরাফাত মিয়া, আশরাফুল ইসলাম রনি, আশিক নূর সামি, জান্নাতুল তৌফা, নাহিদা ইসলাম ও রিফাত মিয়া, সাংগঠনিক সম্পাদক হিসেবে আল আদনান সামি, দপ্তর সম্পাদক হিসেবে মারুফ মিরাজ, প্রচার সম্পাদক হিসেবে নাদিমুর রহমানসহ বিভিন্ন পদে মোট ৮৮ সদস্য নির্বাচিত হয়েছেন।

নবগঠিত কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, ‘নতুন কমিটিতে পদ পাওয়া সকলকে অভিনন্দন। সংগঠনের কার্যক্রম গতিশীল করার জন্য বিগত বছরে যারা পরিশ্রম, মেধা ও সময় দিয়েছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। সংগঠনকে গতিশীল করতে সংগঠনের সদস্যদের নিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবো।আশা করি আমাদের এই সংগঠন বিগত বছরের ন্যায় তার সুনাম বজায় রেখে সামনে এগিয়ে যাবে।'

নবনির্বাচিত সভাপতি ফাহিম প্লাবন বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া ছাত্রকল্যাণ সমিতি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষার্থী ও সম্মানিত শিক্ষকদের একটি মিলনমেলা। এখানে ভ্রাতৃত্বের মেলবন্ধনে নিজ জেলার শিক্ষার্থীরা সম্প্রীতি ও সৌহার্দের শেকড়ে আবদ্ধ। এই সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে আমরা বদ্ধ পরিকর। যুগ যুগ ধরে এই প্রিয় সংগঠন এগিয়ে যাবে এই আশা ব্যক্ত করি।'



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর