সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন বলেছেন, 'একটা সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করে ছাত্র সংসদ নির্বাচন দিয়ে আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়কে দেখিয়ে দিতে চাই। সেজন্য সকলের সহযোগিতা থাকা দরকার। প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে ছাত্র নির্বাচন থাকা জরুরি যাতে করে ছাত্ররা তাদের দাবি জানাতে পারে।'
রোববার (৭ আগস্ট) দুপুরে আসন্ন তৃতীয় ছাত্র সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের গঠনতন্ত্র নিয়ে অনুষ্ঠিত একাডেমিক ভবনের ৪১৭ নং কক্ষে অনুষ্ঠিত সাধারণ সভায় এসব কথা বলেন তিনি।
বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদের উপদেষ্টামণ্ডলী ও সাধারণ শিক্ষার্থীদের এই সভায় অনুষ্ঠিত নির্বাচনের সংশোধিত গঠনতন্ত্র পড়ে শোনান কেন্দ্রীয় ছাত্র সংসদ উপদেষ্টা পরিষদের সদস্য সচিব ও সিনিয়র সহকারী রেজিস্ট্রার আবু মোহাম্মাদ মুকাম্মেল।
এসময় নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ এস তাসাদ্দেক আহমেদ বলেন, ‘গণতান্ত্রিক পরিবেশ আনার উদ্দেশ্যেই গঠনতন্ত্রের সংশোধনী আনা হয়েছে।' শিক্ষার্থীদের মতামত অবশ্যই গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি।
আসন্ন ছাত্র সংসদ নির্বাচন সামনে রেখে গঠনতন্ত্রে পরিবর্তন এনেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই গঠনতন্ত্রের কিছু ধারায় পুনঃসংশোধনের দাবি জানান শিক্ষার্থীরা। মতামতের ভিত্তিতে পরবর্তীতে পরিপূর্ণ সংশোধন প্রকাশ করা হবে বলে জানান সংশ্লিষ্টরা।
গঠনতন্ত্রের সূত্রে জানা যায়, এবার ১০টি পদে অংশগ্রহণের সুযোগ পাবেন শিক্ষার্থীরা এবং ছাত্রত্ব শেষ হলে পদ হারাবেন তারা। অনিয়মিত শিক্ষার্থীরা পাবে না প্রতিনিধিত্বের সুযোগ। সংসদের সদস্য হতে হলে বকেয়া পরিশোধ করতে হবে। শিক্ষার্থীর বকেয়া থাকলে ভোটও দিতে পারবেন না।
উল্লেখ্য, এই সংসদ ২ বছরের জন্য গঠন করা হবে৷ বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একমাত্র গণ বিশ্ববিদ্যালয়ে রয়েছে কেন্দ্রীয় ছাত্র সংসদ।
আপনার মূল্যবান মতামত দিন: