ববিতে যত্রতত্র গাড়ি পার্কিংয়ে সংকুচিত হয়ে পড়েছে চলাচলের জায়গা

আবু যায়েদ মিয়া, ববি প্রতিনিধি | ২৯ জুলাই ২০২২, ০৮:১৭

সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তুলনামূলক আয়তনে ছোট (৫০একর) এই ক্যাম্পাস৷ সম্প্রতি ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় যত্রতত্র ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল পার্কিংয়ে সংকুচিত হয়ে পড়েছে শিক্ষক-শিক্ষার্থীদের পদচারণার স্থানগুলো৷

বিশ্ববিদ্যালয়ে ব্যক্তিগত গাড়ি পার্কিংয়ের বিকল্প ব্যবস্থা না থাকায় ক্যাম্পাসের প্রশাসনিক ভবন ১এর সামনে, একাডেমিক ভবন ২ ও প্রশাসনিক ভবন ২ এর সামনে যততত্র বাইক পার্কিং করছেন শিক্ষার্থী-কর্মকর্তারা৷

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপে শিক্ষার্থীরা একাধিকবার এই বিষয়টি নিয়ে সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করেছেন৷সুমন হোসেন নামের এক শিক্ষার্থী মন্তব্য করেন আমি এখানে গাড়ি রাখি, নিজের কাছেই খারাপ লাগে,বাট কিচ্ছু করার নাই সময় এখন বর্ষাকাল৷ এছাড়াও গাড়ি পার্কিং করা একাধিক শিক্ষার্থীদের দাবি দ্রুত মিনি গ্যারেজ করে সমস্যার সমাধান করা৷

সরেজমিনে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীদের যাতায়তের জন্য নূন্যতম জায়গা না থাকায় প্রায় শিক্ষার্থীরা ভোগান্তির মধ্যে পড়ে৷ বিকল্প ব্যবস্থা না থাকায় শিক্ষার্থী ও কর্মকর্তাদের যত্রতত্র মোটরসাইকেল পার্কিং বন্ধ করা যাচ্ছে না৷

এ বিষয়ে ফিন্যান্স এন্ড বিভাগের শিক্ষার্থী আলবির ইসলাম বলেন, 'আমাদের ক্লাস শেষ হলে এবং প্রয়োজনীয় কাজে প্রশাসনিক ভবনের নিচ দিয়ে যাইতে হয় সেখানে প্রায় এলোমেলোভাবে মোটরবাইক পার্কিং এর কারণে চলাচলে অসুবিধা হয়। এটা দৃষ্টিকটুও বটে। যদিও আমাদের ক্যাম্পাস ছোট কিন্তু প্রশাসন চাইলে সমস্যাটির সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে সমাধান করা সম্ভব।আমরা এবিষয়ে অভিযোগ ও দিয়েছি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটির প্রধান দায়িত্বে থাকা সানোয়ার পারভেজ লিটন বলেন,বিষয়টি নিয়ে কর্তৃপক্ষ আমাকে ডেকেছে,সমাধানের জন্য আমরা ইতিমধ্যেই চলাচলের জায়গায় রশি বেধে, সেখানে গাড়ি না রাখার জন্য মৌখিকভাবে বলা হয়েছে ৷এছাড়াওদ্রুতই গাড়ি পার্কিংয়ে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির জন্য চেয়ারম্যান বরাবর নোটিশ দিবে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর