রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। 'বি' ইউনিটে ৫৬০ টি আসনের বিপরীতে লড়বেন ৩৮ হাজার ৬২১ জন শিক্ষার্থী। সকাল ৯টায় প্রথম শিফটের (ব্যবসায়) পরীক্ষা শুরু হয়ে চলবে ১০টা পর্যন্ত। এরপর ১১ টা থেকে ১২ টা ( বিজ্ঞান ) , ১টা থেকে ২টা (মানবিক ) পর্যন্ত তিনটি শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আসাবুল হক বলেন, ভর্তি পরীক্ষায় সব রকমের জালিয়াতি রোধে আমাদের সর্বোচ্চ নজরদারি রয়েছে। গতকাল ৪ জনকে প্রক্সি দেওয়ার অপরাধে ৩ জনের প্রত্যেককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। নিয়ম বহির্ভূত সকল কার্যক্রম এড়াতে আমাদের এ ধারা অব্যাহত থাকবে। আজকে 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে এবারের ভর্তি পরীক্ষা শেষ হবে। জালিয়াতি ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে স্কাউট ও বিএনসিসিরি সদস্যরা কাজ করছেন।
এদিকে, গতকাল মঙ্গলবার 'এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় নিবন্ধিত পরীর্থীর সংখ্যা ছিলো প্রথম শিফটে- ১৬ হাজার ৮১০, দ্বিতীয় শিফটে- ১৬,৮০৯, তৃতীয় শিফটে- ১৬,৮০৯ ও চতুর্থ শিফটে ১৬,৮০৯ জন। গড়ে চার শিফটে উপস্থিতি ছিলো ৯০ শতাংশ।
উল্লেখ্য, এবারের ভর্তি পরীক্ষা প্রত্যেক ইউনিটে চারটি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ বছর রাবি ভর্তি পরীক্ষায় বিশেষ কোটাসহ মোট আসন সংখ্যা ৪ হাজার ৬৪১টি। এই আসনের বিপরীতে মোট ১ লাখ ৭৮ হাজার ২৬৮টি চূড়ান্ত আবেদন জমা হয়েছে। এবার একক আবেদনকারীর সংখ্যা ১ লাখ ৫০ হাজার ৪২৯ জন। এবারে এক ঘণ্টাব্যাপী ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে।
আপনার মূল্যবান মতামত দিন: