রাবিতে 'গ' ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

আসিফ আজাদ সিয়াম, রাজশাহী বিশ্ববিদ্যালয় | ২৫ জুলাই ২০২২, ২২:২১

সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। 'গ' ইউনিটের ১৫৫৮ আসনের বিপরীতে এবার লড়বেন ৭২ হাজার ৪১০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার এ এইচ এম আসলাম হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

ভর্তি পরীক্ষা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, সকাল ৯টায় প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়েছে, যা চলবে ১০টা পর্যন্ত। এরপর পর্যায়ক্রমে ১১ টা থেকে ১২ টা, ১টা থেকে ২টা, সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অন্য তিন শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

এ বিষয়ে জানতে চাইলে রাবির প্রক্টর আসাবুল হক বলেন, পরীক্ষায় সব রকমের জালিয়াতি রোধে আমাদের সর্বোচ্চ নজরদারি রয়েছে। নিরাপত্তার দা‌য়ি‌ত্বে আইনশৃঙ্খলা বা‌হিনীর সঙ্গে স্কাউট ও বিএন‌সি‌সিরি সদস্যরা কাজ কর‌ছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর