তিতুমীর কলেজের অধ্যক্ষ তালাত সুলতানাকে ‘গার্ড অব অনার’ প্রদান

সিয়াম মাহমুদ, সরকারি তিতুমীর কলেজ  | ২৪ জুলাই ২০২২, ০৫:৩৮

সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ তালাত সুলতানাকে ‌গার্ড অব অনার প্রদান করা হয়েছে।

শনিবার (২৩ জুলাই) দুপুর সাড়ে ১২ টায় ক্যাম্পাসের অডিটরিয়ামের সামনে ‘গার্ড অব অনার’ প্রদান করেন বিএনসিসি।

এ সময় উপস্থিত ছিলেন তিতুমীর কলেজের অধ্যক্ষ তালাত সুলতানা, উপাধ্যক্ষ অধ্যাপক মো. মহিউদ্দিন, বিএনসিসি'র তত্ত্বাবধায়ক কাজী মোহাম্মাদ আল নূর, সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক আবু জাফর মুহাম্মাদ মাসুদ উজ্জামান, অন্যান্য শিক্ষকসহ বিএনসিসি'র সদস্যবৃন্দ।

‘গার্ড অব অনার’ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন অধ্যক্ষ তালাত সুলতানা। তিনি বলেন, ‘গার্ড অব অনার’ পেয়ে আমার অনেক আনন্দ লাগছে। দীর্ঘদিন যাবত তিতুমীর কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছি। সবসময় চেষ্টা করেছি কলেজের উন্নয়ন, শিক্ষার্থীদের পড়াশোনার উন্নয়ন এবং দেশের উন্নয়নে কাজ করার।

তিনি আরও বলেন, বিদায়ের সময়ে আমাকে ‘গার্ড অব অনার’ দেওয়ায় অন্যরকম একটা অনুভূতি কাজ করছে আমার মধ্যে। আমাকে এভাবে সম্মানিত করার জন্য বিএনসিসি'র দায়িত্বশীল ও সকল সদ্স্যকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর