রাবিতে সাংবাদিক মারধরের ঘটনায় অভিযুক্ত কাজল বহিষ্কার

আসিফ আজাদ সিয়াম, রাবি | ৩১ মে ২০২২, ০৬:৪৫

প্রতীকী ছবি।

রাজশাহী বিদ্যালয়ে (রাবি) মাদার বখশ হলে সাংবাদিক মারধরের ঘটনায় অভিযুক্ত গিয়াস উদ্দিন কাজলকে সাময়িক বহিষ্কার করেছে হল প্রশাসন। তিনি মাদার বখশ হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি।

সোমবার (৩০ মে) হল প্রশাসনের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। মাদার বখশ হলের প্রাধ্যক্ষ ড. মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেন৷

তিনি জানান, অভিযুক্ত শিক্ষার্থীকে হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং তদন্তের জন্য হলের আবাসিক শিক্ষক অধ্যাপক আমিরুল ইসলাম কনককে আহবায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন ড. মেসবাউস সালেহীন ও ড. আলী আহম্মদ সৈয়দ মোস্তফা জাহিদ। তাদেরকে আগামী ৭২ ঘন্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, রবিবার (২৯ মে) আইপিএলের ফাইনাল খেলা চলাকালে মাদার বখশ হলের টিভি রুমে হল ছাত্রলীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন কাজল সিগারেট খাচ্ছিল। তখন সেখানে উপস্থিত বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও বিডি মর্নিং রাবি প্রতিনিধি মো: শাহবুদ্দিন তাকে নিষেধ করেন। তখন তারা তাকে গালিগালাজ করে এবং কাজল সহ তিনজন তাকে মারধর করেন।

 



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর