ঢাবিতে ছাত্রদলের ‘হামলা’র প্রতিবাদে রাবি ছাত্রলীগের প্রতিবাদ

রাবি প্রতিনিধি | ৩০ মে ২০২২, ০২:৩০

সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রলীগের ওপর ছাত্রদলের ‘হামলা’র প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। সেইসঙ্গে তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানান।

রোববার (২৯ মে) দুপুর ১২টায় বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ছাত্রলীগ আয়োজিত এক মানববন্ধন কর্মসূচি থেকে তারা এ প্রতিবাদ জানান।

মানববন্ধনে ছাত্রলীগের সহ-সভাপতি কাজী লিংকন বলেন, দেশ যখন উন্নয়নের মহাসড়কে ঠিক সেই সময় ছাত্রদলের গুণ্ডা বাহিনী দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত হয়েছে। তবে তারা যদি অরাজকতা করতে চায় তবে তাদের এক ইঞ্চি ছাড় দেয়া হবে না। ছাত্রদলের কুলাঙ্গারেরা বিভিন্ন প্রতিষ্ঠানে নৈরাজ্য করছে। কিন্তু আমরা তাদের এ উদ্দেশ্য সফল হতে দিব না। শেখ হাসিনার প্রশ্নে আমরা আপোসহীন। 

সাংগঠনিক সম্পাদক এনায়েত রাজু বলেন, করোনা মহামারীর শেষে সকল শিক্ষা প্রতিষ্ঠান যখন তাদের শিক্ষা কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে, দেশ যখন উন্নয়নের রাস্তায় তখনই অছাত্র ছাত্রদল অরাজক পরিবেশ তৈরী করে বিশৃঙ্খলা সৃষ্টি করাছে। তাই যেখানেই ছাত্র নামধারী এই অছাত্রদের পাওয়া যাবে সেখানেই সাধারণ ছাত্রদের নিয়ে ছাত্রলীগ প্রতিরোধ গড়ে তুলবে। তাদের দাঁত ভাংঙা জবাব দেয়া হবে। তাদের বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে দেয়া হবে না। 

রাবি ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, যাদের ছেলেমেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ার কথা তারা ছাত্রদলের নেতৃত্ব দিচ্ছে। এসব অছাত্ররা যখন ক্যাম্পাসে প্রবেশ করে সাধারণ শিক্ষার্থীরা তখন ভয়ে আতঙ্কিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনার প্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ছাত্রদলের ক্যাডাররা একত্রিত হওয়ার চেষ্টা করেছিল। ষড়যন্ত্রে লিপ্ত হয়ে শিক্ষার পরিবেশকে বিনষ্ট করার চেষ্টা করেছিল। কিন্তু বিশ^বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে গণপিটুনি দিয়ে ক্যাম্পাস থেকে বিতারিত করেন। একাত্তরের পরাজিত শক্তি যাদের জনপ্রিয়তা ও ছাত্রত্ব নেই তাদেরকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা কখনোই মেনে নেবে না।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন শাখা ছাত্রলীগের সহ-সভাপতি জাকিরুল ইসলাম জ্যাক, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু, ধর্ম বিষয়ক উপ-সম্পাদক তাওহীদ দুর্জয় প্রমুখ। এ সময় বিভিন্ন হল, অনুষদের প্রায় কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
  1. মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
    মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
  1. ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
    ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
  1. শেরপুরে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে কফি চাষ
    শেরপুরে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে কফি চাষ
  1. সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন
    সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন
জনপ্রিয় খবর