জাবি সাংবাদিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মান্নান, জাবি প্রতিনিধি | ১৯ মে ২০২২, ১০:৩৫

ছবিঃ সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৮ মে) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে অবস্থিত সাংবাদিক সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বার্ষিক রিপোর্ট পেশ, নতুন সদস্য অনুমোদনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এতে বার্ষিক রিপোর্ট পেশ করেন সহ-সভাপতি তারেক আজিজ। এ সময় সাধারণ সদস্যদের সম্মতিতে তা অনুমোদন করা হয়। সভায় বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের ২৬ জনকে জাবিসাসের সদস্য হিসেবে অনুমোদন দেওয়া হয়। এছাড়া ১১ জনকে জাবিসাসের সহযোগী সদস্য হিসেবে অনুমোদন দেওয়া হয়।

সভায় জাবিসাসের সদস্যরা বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে পর্যালোচনামূলক বক্তব্য রাখেন। সভায় জাবিসাস'র সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বেলাল হোসেনের সঞ্চালনায় ভার্চুয়ালি উপস্থিত ছিলেন, উপদেষ্টা অধ্যাপক শেখ তৌহিদুল ইসলামসহ জাবিসাসের সদস্যরা।

উপদেষ্টার বক্তব্যে অধ্যাপক শেখ তৌহিদুল ইসলাম বলেন, বিগত বছর হতে জাবিসাস'র উপদেষ্টার দায়িত্ব পালন করছি। দায়িত্বের শেষ প্রান্তে এসে আমার উপলব্ধি কার্যকরী পরিষদ-২০২১ বিশ্ববিদ্যালয়ের প্রতি আন্তরিকভাবে কর্তব্যপালনে সক্ষম হয়েছে। ঐতিহ্যবাহী এ সংগঠনের উজ্জ্বল ভবিষ্যত কামনা করে আজকের সাধারণ সভার উদ্বোধন ঘোষণা করছি।

অনলাইনে সংযুক্ত হয়ে তিনি আরও বলেন, আমি প্রত্যাশা করি সাধারণ সভার পর দ্রুততম সময়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আগামী কার্যনির্বাহী পরিষদ গঠিত হবে। এতোদিন পর্যন্ত সাংবাদিক সমিতির যে সুনাম অক্ষুন্ন ছিলো তার ধারাবাহিকতা থাকবে।

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বেলাল হোসেন বলেন, আমাদের সর্বাত্মক প্রচেষ্টা ছিল জাবিসাসকে নতুন করে সাজিয়ে তোলার। পরবর্তিতে যারা নেতৃত্বে আসবে তারা ইতিবাচক পরিবর্তনের এ প্রচেষ্টা অব্যাহত রাখবে এমনটাই প্রত্যাশা।

সভাপতি মাহবুব আলম বলেন, সবসময় চেয়েছি নতুনরা নেতৃত্বে আসুক। তাই সুন্দর নির্বাচনের স্বার্থে সবার সহযোগিতা কামনা করছি। আপনারা ব্যাক্তি স্বার্থের উর্ধ্বে ওঠে জাবিসাসকে আরও অনেকদূর এগিয়ে নিবেন এটাই প্রত্যাশা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
  1. মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
    মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
  1. ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
    ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
  1. শেরপুরে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে কফি চাষ
    শেরপুরে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে কফি চাষ
  1. সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন
    সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন
জনপ্রিয় খবর