জাবিতে স্টূডেন্টস এসোসিয়েশন অব কিশোরগঞ্জের দায়িত্বে রায়হান-তানভীর

সময় ট্রিবিউন | ৮ এপ্রিল ২০২২, ১৪:৩১

ছবিঃ সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যায়নরত শিক্ষার্থীদের সংগঠন স্টূডেন্টস এসোসিয়েশন অব কিশোরগঞ্জ এর ২০২১- ২০২২ সেশনের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৪৬ তম ব্যাচের শিক্ষার্থী রেজওয়ান চৌধুরী রায়হান ও সাধারন সম্পাদক হয়েছেন একাউন্টিং এন্ড ইনফর্মেশন সিস্টেম বিভাগের ৪৬ তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মাদ তানভীর আলম।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিদায়ী কমিটির সভাপতি হাসান শাহরিয়ার রমিম ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সুজন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

কমিটর অন্যান্য পদে রয়েছেন- সহ সভাপতি রাজু হাসান রাজন, রিয়েন খান, ফাবিহা প্রীতু, আবেদীন মুন্না, আনিকা কান্তা, সাবিকুন্নাহার মৌ, রুহানুল ইসলাম ইমন, তানিয়া আহমেদ জ্যোতি, এবং নুসরাত তাসনীম, যুগ্ম সাধারণ সম্পাদক রয়েছেন মনোয়ার হোসেন হিমেল, জয় বর্মণ, মুজিবুল হক উৎপল, ঐশী পাল, পলাশ শাহ, আফসারী রাফা, জহির ফয়সাল, তামান্না আহমেদ ও সানজীদা নৌরিন, কোষাধ্যক্ষ পদে রয়েছেন জান্নাতুল ইসলাম টনি, দপ্তর সম্পাদক শাহরিয়ার ইসলাম অপি, প্রচার সম্পাদক আব্দুলাজ আল আদনান।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাবেক শিক্ষার্থীদের নিয়ে ১৮ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে।

নবগঠিত কমিটির সভাপতি রেজওয়ান চৌধুরী রায়হান বলেন, “আমরা নতুন দায়িত্ব পেয়েছি। আমরা সাবেক ও বর্তমান সকল সদস্যের পরামর্শ নিয়ে জেলা সমিতিকে এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করব। আমাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করব।“



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর