কুবির নতুন প্রক্টর কাজী ওমর সিদ্দিক

কুবি প্রতিনিধি | ২৩ মার্চ ২০২২, ২০:৫২

কাজী ওমর সিদ্দিক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক কাজী ওমর সিদ্দিকী।  

বুধবার, ২৩ মার্চ থেকে এ নিয়োগ কার্যকর হবে।

২২ মার্চ (মঙ্গলবার) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম আবদুল মঈনের নির্দেশক্রমে ডেপুটি রেজিস্ট্রার মো: আমিরুল হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিধি অনুযায়ী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদে দায়িত্বরত অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন এর পরিবর্তে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক জনাব কাজী ওমর সিদ্দিকীকে ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে নিয়োগ প্রদান করা হল।

এ ব্যাপারে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক কাজী ওমর সিদ্দিকী বলেন, 'এরকম দায়িত্ব পাওয়া আনন্দের। চেষ্টা থাকবে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সারথী হওয়ার। এছাড়া শিক্ষার্থীদের যাবতীয় সমস্যা সমাধানের জন্য সব সময় সচেষ্ট থাকবো।'

উল্লেখ্য, ২০১৭ সালের ১৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয় তৎকালীন রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে সেই সময়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিনকে দুই বছরের জন্য ১০ম প্রক্টর (ভারপ্রাপ্ত) পদে নিয়োগ দেয়া হয়। ২০১৯ সালের ১০ জুন সংশ্লিষ্ট পদে মেয়াদ শেষ হওয়ায় নতুন প্রক্টর নিয়োগ না হওয়া পর্যন্ত তাকে ভারপ্রাপ্ত প্রক্টর পদ থেকে ১১ তম প্রক্টর পদে বহাল করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর