ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সহযোগী অধ্যাপক ও অধ্যাপক হতে হলে শিক্ষকদের পিএইচডি ডিগ্রি থাকা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, 'বিশ্ববিদ্যালয়ের মান ও শিক্ষকদের মৌলিক গবেষণায় উৎসাহ দিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।' পরবর্তী সিন্ডিকেট সভায় এটি অনুমোদিত হবে বলে জানান তিনি।
উপাচার্য আরও জানান, বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ও এমফিল শিক্ষার্থীদের গবেষণা এখন থেকে অনলাইনে উন্মুক্ত করা হবে। যেন অন্যরা তাদের গবেষণাগুলো সম্পর্কে জানতে পারে।
এ ছাড়া, গবেষণায় উৎসাহ দিতে পিএইচডি ও এমফিল শিক্ষার্থীদের স্কলারশিপের অর্থের পরিমাণ বাড়ানো হবে বলেও জানান ড. আখতারুজ্জামান।
আপনার মূল্যবান মতামত দিন: