বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শেষ করতে আগামী ২০ মার্চ(রবিবার) গণবিজ্ঞপ্তি দেয়া হবে।বিশ্ববিদ্যালটির ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক জনাব রাহাত হোসেন ফয়সাল এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে প্রায় ৩০০ আসন এখনো খালি রয়েছে। শূণ্য আসনে ভর্তি কার্যক্রম শেষ করতে আগামী ২০ মার্চ মেধা তালিকার ক ইউনিটে ১-৬৫০০ সিরিয়াল পর্যন্ত, খ ইউনিট ১-২৫০০ সিরিয়াল পর্যন্ত এবং গ ইউনিট ১-২৫০০ পর্যন্ত শিক্ষার্থীদের ভাইবা নিয়ে ভর্তি নেয়া হবে।
পূূর্বে যারা মেধাতালিকায় এসেছিল কিন্তু কোন কারণে ভর্তি হতে পারেনি তারাও চাইলে ভাইবা দিয়ে ভর্তি হতে পারবে।তিনি আরো জানান, ২০ তারিখেই ভর্তি হতে হবে। ওভাবেই প্রিপারেশন নিয়ে আসতে বলা হবে।ওই দিনই অর্থাৎ ২০মার্চ বিকাল ৫ টার মধ্যে যে ভর্তি হতে পারবেনা তার সিট বাতিল বলে গন্য হবে।উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয়ে গত ২৭ ফেব্রুয়ারি থেকে প্রথম বর্ষের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস কার্যক্রম শুরু হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: