যুক্তরাষ্ট্রের মিশিগানভিত্তিক আন্তর্জাতিক পেশাজীবী সংগঠন আমেরিকান কনক্রিট ইন্সটিটিউট (এসিআই) কর্তৃক "এক্সিলেন্ট ইউনিভার্সিটি" হিসেবে স্বীকৃতি পেয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)৷
গত ১১ফেব্রুয়ারি সংগঠনটির অফিশিয়াল ওয়েবসাইটে সারাবিশ্বের বিভিন্ন এক্সিলেন্ট বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকায় স্থান করে নিয়েছে চুয়েট।
বছর জুড়ে শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রম ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় সফলতার ধারাবাহিকতায় পৃথিবীর সেরা কয়েকটি বিশ্ববিদ্যালয়কে এই এক্সিলেন্ট ইউনিভার্সিটির মর্যাদা দেয়া হয়। এবার সেটির স্বীকৃতি পেল চুয়েট।
"এসিআই এক্সিলেন্ট ইউনিভার্সিটি এ্যাওয়ার্ড ২০২১" শীর্ষক এই সাফল্যের পেছনে মূল ভূমিকা পালন করেছে এসিআই স্টুডেন্ট চ্যাপ্টার, চুয়েট এবং বছর জুড়ে তাদের বিভিন্ন কার্যক্রম ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় সফলতা৷ এসবের মধ্যে ছিল গত বছর এসিআই কর্তৃক আয়োজিত বিভিন্ন স্টুডেন্ট কম্পিটিশনে চুয়েটের ধারাবাহিক সাফল্য, চ্যাপ্টার কর্তৃক আয়োজিত বিভিন্ন ওয়েবিনার, দাতব্য কার্যক্রম, ইত্যাদি ৷
এবছর চুয়েট ছাড়াও পৃথিবীর বিভিন্ন প্রান্তের আরো ৫৩ টি বিশ্ববিদ্যালয় এক্সিলেন্ট ইউনিভার্সিটি হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং ৩৩টি বিশ্ববিদ্যালয়কে আউটস্ট্যান্ডিং ইউনিভার্সিটির মর্যাদা দেওয়া হয়েছে ৷ এক্সিলেন্ট ইউনিভার্সিটি গুলোর মধ্যে ইউনিভার্সিটি অফ মায়ামি (যুক্তরাষ্ট্র), ইউনিভার্সিটি অফ শেরব্রুক (কানাডা), ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা (যুক্তরাষ্ট্র), ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটি (যুক্তরাষ্ট্র) উল্লেখযোগ্য ৷ বাংলাদেশ থেকে চুয়েটের পাশাপাশি গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি (আইইউটি) এ স্বীকৃতি অর্জন করেছে ৷ এক্সিলেন্ট ইউনিভার্সিটির তালিকা এই লিংকে https://www.concrete.org/Portals/0/Files/PDF/2021_UnivAwardRecipients.pdf
স্বীকৃতি প্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলোর নাম ইন্টারন্যাশনাল কংক্রিট ম্যাগাজিনে প্রদর্শিত হবে এবং প্রতিটি বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট স্টুডেন্ট চ্যাপ্টার তাদের অর্জনের স্বীকৃতিস্বরূপ ব্যানার পাবে। এই ব্যানার আসন্ন (২৭-৩১মার্চ,২০২২) এসিআই কংক্রিট কনভেনশন যুক্তরাষ্ট্রে প্রদান করা হবে।
এসিআই স্টুডেন্ট চ্যাপ্টার, চুয়েট ফ্যাকাল্টি এডভাইজার অধ্যাপক ড. জি এম সাদিকুল ইসলাম বলেন, করোনাকালীন সময়ে প্রায় সকল কার্যক্রম অনলাইন ভিত্তিক হওয়ায় আমাদের অনেকগুলো শিক্ষামূলক ইভেন্ট হয়েছে। প্রতিটি অনুষ্ঠানে দেশী/বিদেশী উপস্থাপনার সাথে ১০০-২০০ অংশগ্রহনকারীর উপস্থিতি সেমিনারগুলির যথাযোগ্যতা নির্দেশ করে। তিনটি স্টুডেন্ট কম্পিটিশনে প্রথম, তৃতীয় ও বাকীসবগুলো পুরস্কার পাওয়ায় এ চ্যাপ্টারটি বিশ্বে অনন্য স্থান অর্জন করে। আশাকরি এর ধারাবাহিকতা আগামীতে বজায় থাকবে।
এর আগে, আমেরিকান কংক্রিট ইনষ্টিটিউট (এসিআই) এর ২০২০ আউটস্টান্ডিং ইউনিভার্সিটির তালিকায় সারাবিশ্বে ৫ম সেরা হিসেবে উঠে এসেছিলো চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নাম। এসিআই অ্যাওয়ার্ডের জন্য মনোনীত বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বাছাই প্রক্রিয়ায় মূলত এসিআই বিষয়ক কার্যক্রমে উল্লেখযোগ্য অবদান রাখা বিভিন্ন মানদণ্ডে পয়েন্টের ভিত্তিতে অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছিলো।
বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জনের পাশাপাশি এবার এক্সিলেন্ট ইউনিভার্সিটি স্বীকৃতিতে চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম অভিনন্দন জানিয়েছেন।
আপনার মূল্যবান মতামত দিন: