ভুগোল ও পরিবেশবিদ্যা বিভাগের শিক্ষার্থী রায়হান মাহমুদকে সভাপতি এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী কৌশিক চন্দ্র বর্মনকে সাধারণ সম্পাদক করে ইকুয়্যাল রাইট্স অরগানাইজেশনের (ইআরও) নতুন কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভার্চুয়ালি আয়োজিত সংগঠনের বার্ষিক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি সুকমল চাকমা, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন হোসাইন, কোষাধ্যক্ষ অমর্ত রায়, মানবাধিকার সম্পাদক পার্থিব চাকমা, নারী বিষয়ক সম্পাদক পিংকি কর্মকার, শিক্ষা ও গবেষণা সম্পাদক সোহানুর রহমান রাফি, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সবুর লোটাস, জনসংযোগ বিষয়ক সম্পাদক রিপন কুমার, কার্যনির্বাহী সদস্য কামার ইশরাত, সানজিদা স্বর্ণা, ইরফান তামিম।
প্রসঙ্গত সংখ্যালঘু ও দলিত সম্প্রদায়ের মানুষদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ২০১৮ সালে যাত্রা করে ইআরও।
আপনার মূল্যবান মতামত দিন: