রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 'রোকেয়া সাহিত্য প্রতিযোগিতার' ফলাফল ঘোষণা করেছে 'উত্তরণ লেখক ও পাঠকের সূতিকাগার' সাহিত্য সংগঠন। শনিবার (২৯ জানুয়ারি) বেলা ১০টায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করা বিজয়ীর নাম ঘোষণা করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী মহব্বত হোসেন মিলন।
নারীর প্রতি সহিংসতা বন্ধে সামাজিক ঐক্য গড়ে তোলার প্রতিপাদ্যকে সামনে রেখে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
রচনা, কবিতা ও গল্প এই তিনটি বিভাগে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেন। তাদের মধ্য থেকে প্রতি বিভাগ থেকে ৫ জন করে মোট ১৫ জনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
প্রতিযোগিতায় রচনা বিভাগের বিজয়ীরা হলেন- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মুতাছিম বিল্লাহ, চট্টগ্রাম মেডিকেল কলেজের পূজা পাল, ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাহমুদা টুম্পা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৌশিকুর রহমান ও মোস্তাফিজুর রহমান।
কবিতা বিভাগে বিজয়ী হয়েছেন- সরকারি প্রফুল্ল চন্দ্র (পি.সি) কলেজের মুতাছিম নয়ন, রাজশাহীর আলহাজ্ব সুজাউদ্দৌলা ডিগ্রি কলেজের মোসা. মারজিয়া আক্তার নদী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুঁই রাণী বর্মণ, মো. মামুনুর রশিদ ও তারিফ হাসান মেহেদী।
গল্প বিভাগে বিজয়ী হয়েছেন- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফাহাদ হোসেন ফাহিম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাঈদ আনোয়ার, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের মো. জাবের, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মো. শাহাবুদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাসফিয়া ফারাহ।
এবিষয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী মহব্বত হোসেন মিলন বলেন, রোকেয়া সাহিত্য প্রতিযোগিতাটি আয়োজনের মাধ্যমে আমরা দেশব্যাপী তরুণ সাহিত্যিকদের মধ্যে সাহিত্যের প্রতি উদ্দীপনা তৈরীর প্রয়াস চালিয়েছি। আমরা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সারা পেয়েছি। আমরা মনে করি এই তরুণ লেখকদের সঠিক পৃষ্ঠপোষকতা করতে পারলে সাহিত্য-সংস্কৃতির যে অচলায়তন চলছে তা ভেঙ্গে ফেলা সম্ভব। আমরা এই সমস্ত তরুণ লেখকদের সামনে আনতে চাই। তাদের সঠিক পৃষ্ঠপোষকতার মধ্য দিয়ে চিন্তাশীল সমাজ বিনির্মানে উত্তরণ কাজ করবে।
আপনার মূল্যবান মতামত দিন: