রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মাদক সেবনকালে ছয়জন বহিরাগতকে গ্ৰেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার (২৪ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হলের দক্ষিণ পাশের আমবাগান থেকে প্রক্টোরিয়াল বডি ও পুলিশ তাদের গ্ৰেপ্তার করে।
গ্ৰেপ্তারকৃতরা হলেন- মতিহার থানার অন্তর্গত বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী ধরমপুর এলাকার মো. শাহ জালাল হোসেন, আল-ফারিউল ইসলাম, সাফিনুর ইসলাম সিহাব, মো. সাইফুল ইসলাম, বিনোদপুর এলাকার ইকতিয়াজ রিফাত, কাজলা এলাকার মো. ইমরানুল ইসলাম।
গ্ৰেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর লিয়াকত আলী বলেন, আনুমানিক রাত সাড়ে ৭টার দিকে খবর পেয়ে সৈয়দ আমীর আলী হলের দক্ষিণ পাশে অভিযান চালায়। সেখান থেকে ছয় জনকে মাদক সেবনকালে হাতেনাতে আটক করি। এসময় তাদের কাছে থেকে গাজার স্টিক ও হেরোইন পাওয়া যায়। ছয়জনের কেউ আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন না। সকলেই বহিরাগত ছিল। তাই তাদের সেখান থেকেই পুলিশের হাতে দেওয়া হয়েছে। এখন পুলিশ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে।
এ বিষয়ে মতিহার থানার ওসি আনোয়ার হোসেন তুহিন জানান, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্ৰহণের প্রক্রিয়া চলছে।
আপনার মূল্যবান মতামত দিন: