জাবিতে জলসিঁড়ির নতুন কমিটি

মান্নান, জাবি প্রতিনিধি | ২৫ জানুয়ারী ২০২২, ০৯:২০

ছবিঃ সংগৃহীত

‘আমরা শ্রম ও মেধায় বাবুই পাখির মত সৃষ্টিশীল হতে চাই’- স্লোগান ধারণকারী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যলয়ের (জাবি) সাংস্কৃতিক সংগঠন ‘জলসিঁড়ি’র ২০২১-২০২২ এর কার্যকরী পরিষদ গঠিত হয়েছে। এতে সাধারণ সম্পাদক করা হয়েছে সরকার ও রাজনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফাইরুজ সাজিদা তাজরীন ও যুগ্ম সম্পাদক করা হয়েছে একই বিভাগের শিক্ষার্থী আকাশ মণ্ডল কে।

২৪ জানুয়ারি (সোমবার) জলসিঁড়ির প্রচার ও প্রকাশনা সম্পাদক রাহাতুল ফেরদৌস রাত্রি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সভাপতিমণ্ডলী অনিন্দিতা বিনতে আনোয়ার ও অমিত রায়, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসাইন রোহান, অর্থ সম্পাদক দুর্জয় বসাক, দপ্তর ও গ্রন্থাগার সম্পাদক সাদিয়া জাহান মিম।

উল্লেখ্য, জলসিঁড়ি ২৫ সেপ্টেম্বর, ২০২১ এ ২০তম বর্ষে পদার্পণ করে। কুড়ি বছরে জলসিঁড়ি’র প্রযোজনা সংখ্যা ১৫৪ টি। এর মধ্যে নাট্য প্রযোজনা সংখ্যা ২০ টি এবং নাটকগুলোর ৪৬ টি সফলভাবে মঞ্চায়িত হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর