জাবিতে স্বশরীরে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

মান্নান, জাবি প্রতিনিধি | ২২ জানুয়ারী ২০২২, ১৩:১৫

ছবিঃ সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্বশরীরে ক্লাস ও পরীক্ষাসহ সকল ধরনের অফলাইন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

২১ জানুয়ারি (শুক্রবার) প্রশাসনিক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার।

তিনি আরও জানান, স্বশরীরে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হলেও আবাসিক হল সমূহ খোলা থাকবে। শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ হলে অবস্থান করতে পারবে। ফাইনাল পরীক্ষা ছাড়া অনলাইনে চলবে সকল শিক্ষা কার্যক্রম। ক্লাস, টিউটোরিয়াল, এসাইনমেন্ট, প্রেজেন্টেশন ইত্যাদি অনলাইনে গ্রহন করা যাবে। তবে ফাইনাল পরীক্ষা স্থগিত থাকবে। যে সকল বিভাগের ফাইনাল পরীক্ষার রুটিন হয়েছে তাদের নতুন করে রুটিন করতে হবে। কোন বিভাগের পরীক্ষা শেষ হয়ে শুধু ভাইভা বাকি থাকলে সেটা অনলাইনে শেষ করা যাবে। লাইব্রেরি খোলা থাকবে শুধু বই নেয়া ও দেয়ার জন্য। তবে ভেতরে বসে কেউ পড়তে পারবেনা। অফিস সমূহ সকাল ৯ টা থেকে ২ টা অবধি খোলা থাকবে।

উল্লেখ্য, গত ৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ে স্বশরীরে ক্লাস বন্ধ করা হলেও চালু ছিল পরীক্ষা কার্যক্রম।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর