'শিবির' আখ্যা দিয়ে রাবি শিক্ষার্থীকে ছাত্রলীগের মারধরের অভিযোগ

রাবি প্রতিনিধি | ১৬ জানুয়ারী ২০২২, ১৩:১৬

ছবিঃ সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) রাশেদুল ইসলাম নামের এক শিক্ষার্থীকে 'শিবির' আখ্যা দিয়ে মারধর করার অভিযোগ উঠেছে ছাত্রলীগের দুই নেতা-কর্মীর বিরুদ্ধে। গতকাল শুক্রবার দিবাগত রাত ১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী রাশেদুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী। অভিযুক্তরা হলেন- কলা অনুষদ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান জয় এবং ছাত্রলীগ কর্মী বুলবুল মাহমুদ। উভয়েই ইসলামিক স্টাডিজ বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী। তারা দুজনেই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর অনুসারী।

ভুক্তভোগী ও হল সূত্রে জানা যায়, গতকাল রাতে অভিযুক্তরা জিয়াউর রহমান হলের প্রথম ব্লকে রাশেদের কক্ষে যান। এসময় ইসলামিক স্টাডিজ বিভাগের ফেসবুক গ্রুপের এডমিন হওয়া নিয়ে রাশেদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে যান অভিযুক্তরা। এক পর্যায়ে অভিযুক্তরা রাশেদকে মারধর শুরু করেন। এসময় অভিযুক্তরা হবিবুর রহমান হলের ছাত্রলীগের দায়িত্বে থাকা মমিনুল ইসলামকে ‘হলে শিবির ধরা পড়েছে, আপনারা আসেন’ বলে ফোন করেন।

এ ঘটনায় ভুক্তভোগী রাশেদুল ইসলাম বলেন, ‘তারা আমার বন্ধু তবে ছাত্রলীগের ক্ষমতা দিয়ে আমাকে মারধর করেছে। পরে শিবির হিসেবে আখ্যা দিয়েছে।'

জানতে চাইলে অভিযুক্ত বুলবুল মাহমুদ বলেন, ‘এটা আমাদের বিভাগের বিষয় নিয়ে একটা ঝামেলা। মারামারির কিছুই হয়নি। মূলত নাহিদ আর রাশেদের মধ্যে ঝামেলা।'

অন্য অভিযুক্ত নাহিদ হাসান জয় বলেন, ‘বন্ধুদের মধ্যে একটু খুনসুঁটি হয়েছে। মারধরের কোনো ঘটনা ঘটেনি। রান্নার আয়োজন নিয়ে একটু ভুল বোঝাবুঝি হয়েছে।’

জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ‘বিষয়টাআমি জেনেছি। খোঁজ-খবর নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

এ বিষয়ে শহীদ জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ ড. সুজন সেন বলেন, ‘তারা তিন জনই বন্ধু। রাতে তাদের মধ্যে কথা কাটাকাটি ও হালকা মারামারি হয়েছে। পরে নিজেরাই বিষয়টি মীমাংসা করে নিয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানতে হল সুপারকে নির্দেশ দিয়েছি।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর লিয়াকত আলী বলেন, ‘এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। তবে বিষয়টি জেনেছি। এছাড়া বিষয়টির মিমাংসা হয়েছে বলে হল প্রাধ্যক্ষ জানিয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর