জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ব্যাটারিচালিত রিক্সা নিষিদ্ধসহ ৬ দাবীতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার (৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে শিক্ষার্থীরা ৬ দফা দাবি উত্থাপন করেন।
মানববন্ধনে ইতিহাস বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী নুরুজ্জামান শুভ শিক্ষার্থীদের পক্ষে ৬ দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো:
১) ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ করতে হবে।
২) আহত শিক্ষার্থীর চিকিৎসার ব্যয় ভার প্রশাসনকেই বহন করতে হবে
৩)ব্যক্তিগত প্রাইভেটকার চলাচলে শৃঙ্খলা আনতে হবে
৪) বহিরাগতদের গাড়ি ক্যাম্পাসের বাইরে পার্কিং এর ব্যবস্থা করতে হবে।
৫) ঘাতক গাড়ি চালককে আটক করে শাস্তির আওতায় আনতে হবে
৬) ক্যাম্পাসের রাস্তাগুলোতে গতিরোধক স্পীড ব্রেকার তৈরি করতে হবে
সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী লামিয়া আক্তার বলেন, “ক্যাম্পাসে চলাচলে আমাদের রিকশার উপর নির্ভর করতে হয়। আজ যদি ক্যাম্পাসে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে শৃঙ্খলা থাকতো, পথে গতিরোধক থাকতো তাহলে আমার সহপাঠী হাসপাতালের বিছানায় থাকতো না। এর দায় প্রশাসন এড়াতে পারে না। আমরা এর সুষ্ঠু বিচারের দাবিতে রাস্তায় নেমেছি। আশাকরি প্রশাসন এর একটি সুষ্ঠু বিহিত করবে”।
এর আগে সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি পূজা মজুমদারের দূর্ঘটনায় ঘটনায় দুঃখ প্রকাশ করে ক্যাম্পাসে ব্যাটারিচালিত রিক্সা নিষিদ্ধের দাবী জানান। সমিতির সভাপতি অধ্যাপক ড. লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোতাহার হোসেন স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী পূজা মজুমদার অটোরিকশা দূর্ঘটনার শিকার হয়ে সাভার এনাম মেডিকেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে ভর্তি আছেন।
আপনার মূল্যবান মতামত দিন: