হাবিপ্রবিতে আর্কিটেকচার বিভাগে ভর্তির ড্রয়িং পরীক্ষা ৩ জানুয়ারি

মশিউর রহমান, হাবিপ্রবি প্রতিনিধি  | ২৭ ডিসেম্বর ২০২১, ০২:১৪

ছবিঃ সংগৃহীত

২০২১ শিক্ষাবর্ষে হাবিপ্রবির আর্কিটেকচার বিভাগে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ড্রয়িং পরীক্ষা আগামী ৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ডা. মো. ফজলুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২২ ডিসেম্বর (বুধবার) এই তথ্য জানানো হয়। ভর্তিচ্ছু শিক্ষার্থীদেরকে ৫০ মার্কের একটি ড্রয়িং পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। 

শিক্ষার্থীরা আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.hstu.ac.bd/admission) পাওয়া যাবে। 

উল্লেখ্য, গত ১৭ অক্টোবরের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জিএসটি) গুচ্ছ পরীক্ষার ফলাফল অনুযায়ী হাবিপ্রবিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবেদনের সময়সীমা ছিল ৫ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর