আগামী তিনদিনের আবহাওয়া কেমন হবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

সময় ট্রিবিউন | ৯ জানুয়ারী ২০২৪, ২৩:০৯

ফাইল ছবি

আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীন নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িক ভাবে বিঘ্ন ঘটতে পারে।

আজ সন্ধ্যা ৬টায় পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ আফরোজা সুলতানা স্বাক্ষরিত ওই পূর্বাভাসে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থান করছে।
মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

কুয়াশার কারণে সারাদেশে দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে। দেশের কোথাও কোথাও রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর