মাইক্রোসফট টিমে স্বয়ংক্রিয় শব্দ সম্পাদনা সুবিধা

সময় ট্রিবিউন | ২২ মে ২০২১, ০২:২৯

ছবি: ইন্টারনেট

মাইক্রোসফট টিম’ প্রোগ্রামে শব্দ সম্পাদনার সুবিধা যুক্ত করা হয়েছে। আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্সের (এআই) মাধ্যমে এখন থেকে ভিডিও চ্যাটের শব্দ স্বয়ংক্রিয়ভাবে সম্পাদনা হবে। অফিসিয়াল মিটিং, চ্যাট, কনফারেন্স, কল্যাবরেশন, কলিং সেবার জন্য বিশ্বব্যাপী জনপ্রিয় ‘মাইক্রোসফট টিম’ সফটওয়্যার।

মাইক্রোসফটের প্রিন্সিপাল প্রোগ্রাম ম্যানেজার রবার্ট আইচনার সিনেটকে বলেন, ‘আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের বদৌলতে এখন মাইক্রোসফট টিমে ব্যাকগ্রাউন্ড নয়েজ ছাড়াই খুব স্পষ্ট কথা বলা বা শোনা যাবে।’নতুন ফিচারটি যুক্ত হওয়ার ফলে মিটিং বা চ্যাট চলাকালে এখন আর চারপাশের অপ্রয়োজনীয় শব্দ বা নয়েজ অপরপ্রান্তে শোনা যাবে না।

উভয়পাশে নির্বিঘ্নে আলোচনা চালিয়ে নেওয়া যাবে।করোনা ভাইরাসের কারণে বিশ্বের অনেক প্রতিষ্ঠানের কর্মীরাই ঘরে বসে অফিসের কাজ সারছেন। এ অবস্থায় মিটিংয়ের কাজে ‘মাইক্রোসফট টিম’-এর ব্যবহার অনেকটাই বেড়েছে। তাই এ ফিচারটিকে খুবই সময়োপযোগী বলে মনে করা হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর