ফুল চার্জে ২২১ কিলোমিটার চলবে এই ই-বাইক

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | ২৪ নভেম্বর ২০২৩, ১০:৫৬

ফুল চার্জে ২২১ কিলোমিটার চলবে এই ই-বাইক

ভারতীয় জনপ্রিয় টু হুইলার সংস্থা অরক্সা এনার্জি নতুন ই-বাইক আনছে বাজারে। এটি তাদের প্রথম ব্যাটারি চালিত বাইক। ইলেকট্রিক মোটরসাইকেলের নাম অরক্সা ম্যান্টিস। বাইকের মাইলেজ বা রেঞ্জ ফুল চার্জে ২২১ কিলোমিটার।

২০১৭ সাল থেকে এই মোটরসাইকেলের উপর কাজ করছে সংস্থাটি। ৬ বছরের পরিশ্রমের পর অবশেষে এই ব্যাটারি চালিত বাইক হাজির করতে পেরেছে তারা। অ্যালমুনিয়াম সাব-ফ্রেম দিয়ে তৈরি এই বাইক। রয়েছে একাধিক ফিচার্স যা আজকাল ইলেকট্রিক দু চাকায় দেখা যায়।

বাইকে দেওয়া হয়েছে ৮.৯ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক। রয়েছে লিকুইড কুল্ড মোটর যা সর্বোচ্চ ২৭ হর্সপাওয়ার এবং ৯৩ এনএম টর্ক তৈরি করতে পারে। বাইকের সর্বোচ্চ গতি ১৩৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। ০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতি তুলতে সময় নেয় ৮.৯ সেকেন্ড।

বাইকের রেঞ্জ ফুল চার্জে ২২১ কিলোমিটার। সঙ্গে থাকছে ১.৩ কিলোওয়াট স্ট্যান্ডার্ড চার্জার। যা ব্যাটারি ফুল চার্জ করতে সময় নেবে ৫ ঘণ্টা। তবে ৩.৩ কিলোওয়াট ফাস্ট চার্জারের বিকল্পও থাকবে। এই চার্জারের মাধ্যমে ২.৫ ঘণ্টার মধ্যে ০-১০০ শতাংশ ব্যাটারি চার্জ করতে পারবেন।

মোটরসাইকেলের গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৮০ মিলিমিটার। এছাড়াও বাইকে রয়েছে মডার্ন ৫ ইঞ্চি টিএফটি ডিজিটাল ডিসপ্লে যা অরক্সা অপারেটিং সিস্টেমের মাধ্যমে কন্ট্রোল হবে। বাইকে মিলবে সাইড-স্ট্যান্ড সেন্সর, ব্লুটুথ কানেকশন এবং স্মার্টফোন কানেক্টিভিটি।

ফোনের মাধ্যমে কানেক্ট করে বাইক চালাতে চালাতেই নেভিগেশন অ্যাসিস্ট্যান্স, ডিসপ্লে ফোন নোটিফিকেশন এবং রাইড অ্যানালিস করার সুবিধা পাওয়া যাবে। ভারতীয় বাজারে এর দাম রাখা হয়েছে ৩ লাখ ৬০ হাজার রুপি (এক্স-শোরুম)। এর সঙ্গে পাবেন ১.৩ কিলোওয়াট আওয়ারের রেগুলার চার্জার। -- সূত্র: অটোকার ইন্ডিয়া।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর