স্মার্টফোনে বিজ্ঞাপন বন্ধের উপায়

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | ২০ নভেম্বর ২০২৩, ১০:৪৫

স্মার্টফোনে বিজ্ঞাপন বন্ধের উপায়

নানা সময় আমরা দেখি বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করলেই নানা ধরনের বিজ্ঞাপন দেখা যায়। এতে ব্রাউজ করতে পড়তে হয় নানা জটিলতায় আবার এসব বিজ্ঞাপনের কারণে মাঝে মধ্যে বিব্রতকর সমস্যার মুখোমুখি হতে হয়।

অনাকাঙ্ক্ষিত বিজ্ঞাপন ব্লক করার জন্য প্রথমে ফোনে ক্রোম ব্রাউজার চালু করে ওপরের ডান দিকে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করতে হবে। এর পর সেটিংস অপশন নির্বাচনের পর নিচে স্ক্রল করে সাইট সেটিংসে ক্লিক করতে হবে। এবার কনটেন্ট অপশনের নিচে থাকা ‘পপআপস অ্যান্ড রিডাইরেক্টস’ টগল চালু করতে হবে। এর পর আবার সাইট সেটিংস অপশনে প্রবেশ করে ‘ইন্ট্রুসিভ অ্যাডস’ টগল চালু করলেই বিভিন্ন ওয়েবসাইটে থাকা অনাকাক্সিক্ষত বিজ্ঞাপনগুলো ব্লক হয়ে যাবে।

ক্রোম ব্রাউজারে চাইলে বিভিন্ন ওয়েবসাইটের নোটিফিকেশন পাঠানোও ব্লক করা যায়। এ জন্য প্রথমে ক্রোম ব্রাউজারের আইকন কিছুক্ষণ চেপে নোটিফিকেশনস অপশন চালু করতে হবে। অল সাইটস নোটিফিকেশনস অপশনের নিচে নোটিফিকেশন পাঠানো বিভিন্ন ওয়েবসাইটের নাম দেখা যাবে।

এবার অনাকাক্সিক্ষত ওয়েবসাইটের নামের পাশে থাকা টগলটি চালু করলেই ওয়েবসাইটটি থেকে অনাকাক্সিক্ষত নোটিফিকেশন আসা বন্ধ হয়ে যাবে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর