স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে প্রায়শই শোনা যায় ফোনের পারফমেন্স ড্রপ এর কথা। স্মার্টফোন ব্যবহারের কিছু ভুলের কারণেই এমনটা হয়ে থাকে।
তবে কিছু কৌশল অবলম্বন করলেই দীর্ঘন্দিন স্মার্টফোন রাখা যাবে নতুনের মতো। চলুন কৌশলগুলো জেনে নেয়া যাক—
দীর্ঘক্ষণ ফোন চার্জ
স্মার্টফোন ব্যবহারকারীরা প্রায়শই সারারাত ফোন চার্জ করেন। এর ফলে ফোনের ব্যাটারি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। স্যামসাং এবং অ্যাপেল জানিয়েছে, স্মার্টফোনের ব্যাটারি সর্বোচ্চ ৮০% পর্যন্ত চার্জ দেয়া উচিত। এর বেশি হলে ব্যাটারি তাঁর কার্যক্ষমতা হারাবে।
রোদের মধ্যে ফোন রাখা
রোদের মধ্যে ফোন রাখার ফলে ফোনের তাপমাত্রা অত্যাধিক মাত্রায় বৃদ্ধি পেয়ে ফোনের কাজে ব্যাঘাত ঘটাতে পারে। কিছু ক্ষেত্রে ফোনের অত্যাধিক তাপমাত্রার কারণে ফোন অটোমেটিক বন্ধ বা রিসেট নিয়ে নেয়। তাই রোদের মধ্যে ফোন রাখা উচিত নয়।
থার্ড পার্টি অ্যাপ ব্যবহার
গুগল প্লে ষ্টোর বা অ্যাপল ষ্টোর এর বাইরেও অনেকেই বিভিন্ন থার্ড পার্টি সোর্স থেকে বিভিন এপ্লিকেশন ডাউনলোড এবং ইন্সটল করে থাকি। এক্ষেত্রে আপনার ফোন বিপদের সম্মুখীন হতে পারে। বিভিন্ন থার্ড পার্টি স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করলে তার সঙ্গে একাধিক ম্যালওয়ার বা স্পাইওয়ার ডাউনলোড হতে পারে। ফলে ফোন ব্যবহারকারীরা একাধিক সমস্যার মধ্যে পড়তে পারে।
আপনার মূল্যবান মতামত দিন: