বিসিবির সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদে আর আকরাম খান থাকছেন না। এমন খবর চাউর হয়েছে প্রায় ৪৮ ঘণ্টা আগে।
বুধবার (২২ ডিসেম্বর) বিকেলে শেরে বাংলায় এক জনাকীর্ণ সংবাদ সন্মেলনে অনেক কথার ভিড়ে পাপন জানিয়েছেন, আকরাম ইস্যুতে কমিউনিকিশন গ্যাপ আছে।
তার ব্যাখ্যা, ‘প্রথম কথা হচ্ছে আমরা এখনো কমিটি করে কাউকে দায়িত্ব দেইনি। নতুন কোনো কমিটি বানাইনি। আমাদের নির্বাচিত পরিচালক পর্ষদ দায়িত্ব নেবার পর এখনও কোন স্ট্যান্ডিং কমিটিই নেই। কোন কমিটি হয়নি। যেটা ছিল সেটা শেষ। এখন তারা আগামী পরশু ২৪ ডিসেম্বর বসে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নাম চূড়ান্ত করবেন। তখন দেখা যাবে।’
আকরাম ইস্যুতে পাপনের শেষ কথা হলো , আমি একটি ব্যাপার খেয়াল করেছি যে এখন বিশেষ করে বায়ো বাবল সিচ্যুয়েশনে আকরামের কাজটা সহজ না। অনেক কঠিন হয়ে গেছে। এখন ক্রিকেট অপস পরিচালনা আগের চেয়ে টাফ। অনেক বেশি সময় দিতে হয়। আমি চাই এমন কাউকে যে সময় দিতে পারবে এবং নিজের কাজ করার ইচ্ছে আছে।
আপনার মূল্যবান মতামত দিন: