কোয়ারেন্টিনে বাংলাদেশ দল

সময় ট্রিবিউন | ১১ ডিসেম্বর ২০২১, ০১:০৭

বাংলাদেশ ক্রিকেট দল- ছবি সংগৃহীত

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ড পৌঁছে সাত দিন কোয়ারেন্টিনে থাকার পর কোভিড নেগেটিভ হওয়া সাপেক্ষে অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল।

বিসিবির মিডিয়া ম‍্যানেজার রাবীদ ইমাম জানান, বাংলাদেশ সময় শুক্রবার ভোরে নিউ জিল‍্যান্ড পৌঁছেছে দল। ভোর পাঁচটার দিকে অকল‍্যান্ডে পৌঁছানোর পর বাংলাদেশ দল ক্রাইস্টচার্চে গেছে। সেখানেই হবে তাদের কোয়ারেন্টিন।

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনের খেলা শেষে গত বুধবার গভীর রাতে নিউ জিল‍্যান্ডের উদ্দেশে দেশ ছাড়েন মুমিনুল-মুশফিকরা। কোয়ারেন্টিন শেষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন তারা। ১ জানুয়ারি মাউন্ট মঙ্গানুইতে শুরু হবে প্রথম টেস্ট। ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

মহামারীকালে দ্বিতীয়বারের মতো নিউজিল‍্যান্ড সফরে গেল বাংলাদেশ। গত ফেব্রুয়ারিতে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলে তারা। করোনাভাইরাস প্রাদুর্ভাবের পর সেটাই ছিল বাংলাদেশের ক্রিকেটারদের প্রথম বিদেশ সফর।

কিউইদের বিপক্ষে এর আগে তাদের দেশে তিন সংস্করণ মিলিয়ে ৩৩ ম্যাচ খেলে একটিতেও জিততে পারেনি বাংলাদেশ। এবার খেলতে গেছে  টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে দুই সংস্করণে হোয়াইটওয়াশড হয়ে।

নিউজিল্যান্ডে বরাবরই বাংলাদেশের বড় প্রতিপক্ষ সেখানকার কন্ডিশন। প্রচণ্ড বাতাস ও তীব্র শীতে জবুথবু দল মাঠের লড়াইয়েই পিছিয়ে পড়েছে বারবার। আর এবার খেলতে হবে সাকিব আল হাসান ও তামিম ইকবালের মতো গুরুত্বপূর্ণ দুই ক্রিকেটারকে ছাড়া।

বাংলাদেশ টেস্ট দল: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, ফজলে মাহমুদ, লিটন কুমার দাস, ইয়াসির আলি চৌধুরি, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরি, আবু জায়েদ চৌধুরি, মাহমুদুল হাসান জয়, সৈয়দ খালেদ আহমেদ, শহিদুল ইসলাম, মোহাম্মদ নাঈম শেখ, শরিফুল ইসলাম।

 



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর