করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। প্রতিদিন লাখে লাখে মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। মারা যাচ্ছে হাজার হাজার। সংকট অক্সিজেন সিলিন্ডারের। এই অবস্থায় ভারতের পাশে দাঁড়িয়েছে বিশ্বের বেশ কয়েকটি দেশ।
অনেকে আবার ব্যক্তিগতভাবেও সাহায্যের হাত বাড়িয়েছেন। তাদের অন্যতম কলকাতা নাইট রাইডার্সের অজি পেসার প্যাট কামিন্স।
তিনি ভারতের প্রধানমন্ত্রীর 'পিএম কেয়ার' তহবিলে ৫০ হাজার মার্কিন ডলার অনুদান দিয়েছেন। বর্তমানে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলতে ভারতে আছেন কামিন্স।
টুইটারে প্রধানমন্ত্রীর তহবিলে অর্থ দানের এই খবর জানিয়ে কামিন্স সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। সেইসঙ্গে তিনি এই কঠিন সময়ে আইপিএল বন্ধ না করার পরামর্শও দেন। কারণ তার মতে, এই সময় ঘরবন্দি সাধারণ মানুষকে কিছুটা হলেও বিনোদন দেবে আইপিএল।
কামিন্স বলেন, 'অনেকেই প্রশ্ন তুলছেন, দেশে যখন করোনার সংক্রমণ এত বেশি পরিমাণে বাড়ছে, তখন আইপিএল আয়োজন কতটা যুক্তিযুক্ত? এই বিষয়ে ভারত সরকারকে আমার পরামর্শ, করোনার কারণে আবার লকডাউন পরিস্থিতি তৈরি হয়েছে। অনেককেই গৃহবন্দি থাকতে হচ্ছে। তাই আইপিএলের এই কয়েক ঘণ্টার ম্যাচ তাদের কিছুটা হলেও মন ভালো করে দেবে। '
আপনার মূল্যবান মতামত দিন: