টেস্টে লিটন দাসের প্রথম সেঞ্চুরি

সময় ট্রিবিউন | ২৭ নভেম্বর ২০২১, ০৮:৫৯

লিটন দাস-ফাইল ছবি

১০ বাউন্ডারি ও ১ ছক্কায় নিজের টেস্ট ক্যারিয়ারের প্রথম শতক পেলেন লিটন।

পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রামে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেলেন লিটন দাস। ২০১৫ সালে টেস্ট অভিষেকের পর এরআগে দুইবার নব্বইয়ের ঘরেআউট হয়েছিলেন তিনি।

৪৯ রানে চার উইকেট হারানো বাংলাদেশের রান ছুঁয়েছে দুইশ। মুশফিকুর রহিম ও লিটন দাসের দেড়শ রানের জুটির সৌজন্যে চট্টগ্রাম টেস্টে লড়াই চালিয়ে যাচ্ছে বাংলাদেশ।

এ শতক হাঁকাতে ৫০.২৭ স্ট্রাইক রেটে ১৯৯ বল মোকাবিলা করেছেন লিটন।

অন্যদিকে লিটনের পিছুপিছু এগিয়ে যাচ্ছেন মুশফিকুর রহিমও। ১৭১ বল খেলে ৯ বাউন্ডারিতে ৭৭ রানে অপরাজিত তিনি।

ইতোমধ্যে ৩৭১ বল মোকাবিলা করে ১৮৬ রানের জুটি গড়েছেন মুশফিক-লিটন।

এই মাঠে এটাই পঞ্চম উইকেটে বাংলাদেশের প্রথম দেড়শ রানের জুটি। ২০০৮ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে মুশফিকের সঙ্গেই মেহরাব হোসেনের ১৪৪ ছিল আগের সেরা।

সেঞ্চুরি হাঁকানোর আগে ৬৭ রানে জীবন পেয়েছেন লিটন।

শাহিন শাহ আফ্রিদির অফ স্টাম্পের বাইর পল টেনে পুল করেন লিটন। ঠিক মতো খেলতে পারেননি এই কিপার-ব্যাটসম্যান। সহজ ক্যাচ মুঠোয় জমাতে পারেননি সাজিদ। পরের বলে দ্রুত একটি সিঙ্গেল নেওয়ার চেষ্টায় হতে পারতেন রান আউট।

সেই সৌভাগ্যের প্রতিদান ঠিকই দিলেন লিটন। ক্যারিয়ারের প্রথম শতক হাঁকালেন নিজের ২৫তম টেস্টে



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর