পাকিস্তানের বিপক্ষে ঢাকার মিরপুরের মাঠে লড়ছে বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু দলে নেই অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। এরই মধ্যে মিডিয়ায় ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটানোয় বোর্ডে তলব করা হয়েছে মুশফিককে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান।
মিরপুরে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টি-টোয়েন্টির মাঝেই খবর ছড়িয়ে পড়ে, মুশফিককে কারণ দর্শাও নোটিশ দিয়েছে বিসিবি। তবে বিষয়টি তা নয়।
আকরাম জানিয়েছেন, মুশফিককে ডেকেছে বিসিবি। সাম্প্রতিক ঘটনাবলীর ব্যাপারে তার সঙ্গে কথা বলবে বোর্ড।
ঘটনার সূত্রপাত, মুশফিককে টি-টোয়েন্টি স্কোয়াড থেকে তথাকথিত বিশ্রাম দেওয়ার মাধ্যমে। স্কোয়াড ঘোষণার পরপরই বেশ কয়েকটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন মুশফিক। যেখানে তিনি বিশ্রামের এ বিষয়টিকে সরাসরি বাদ দেওয়া হিসেবে উল্লেখ করেন এবং জানান নতুন করে দলে ফেরার চ্যালেঞ্জ নিচ্ছেন তিনি। এসব সাক্ষাৎকারে প্রেক্ষিতেই মূলত মুশফিককে ডেকেছে বিসিবি।
আপনার মূল্যবান মতামত দিন: