ক্ষুধার্থ বাঘ শিকার পেল, বিপর্যয়ে পাকিস্তান

সময় ট্রিবিউন | ২০ নভেম্বর ২০২১, ০৫:৪৮

ছবিঃ সংগৃহীত

পাকিস্তানের উপর হামলে পড়েছে বাংলাদেশ। আক্রমণাত্মক খেলা দেখে মনে হবে ক্ষুধার্ত বাঘ হামলে পড়েছে শিকারের দিকে বোলিং-ফিল্ডিংয়ের নিয়ন্ত্রণে পাওয়ার প্লেতেই ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের চেয়েও বড় ব্যাটিং বিপর্যয়ে পড়েছে পাকিস্তান। 

তবে এই ব্যাটারদের মধ্যে দুটি নাম যখন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান, তখন বাংলাদেশের বোলারদের কৃতিত্ব দিতেই হয়। পুরো টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনো ম্যাচেই পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারানো পাকিস্তান যেন মিরপুরেই শেষমেশ ইনিংসের শুরুতে ব্যাটিং বিপর্যয়ের অপরিচিত হয়ে যাওয়া স্বাদটি পেয়ে গেছে।

মোস্তাফিজের ইনসুইঙ্গারে উপড়ে যায় রিজওয়ানের স্ট্যাম্প। এরপর তাসকিনের বাড়তি পেসে পরাস্ত হন বাবর আজম। প্লেইড অন হয়ে ফিরে যান সাজঘরে। হায়দার আলিকে অফস্পিনে এলবিডব্লিউ করেন মেহেদী হাসান। তারপর নির্ভরযোগ্য শোয়েব মালিককে দুর্দান্ত বুদ্ধিমত্তার সাথে রান আউট করেছেন নুরুল হাসান সোহান।

এর আগে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১২৭ রান সংগ্রহ করে বাংলাদেশ।

 

 

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর