আজ সকালে হয়ে যাওয়া আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ নিরপেক্ষ ফুটবলপ্রেমীদের মন ভরাতে পারেনি। ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। ৯০ মিনিটের খেলায় জালের দেখা পায়নি দুই দলের কেউ। অথচ ফাউল হয়েছে সবমিলিয়ে ৪২টি। দুই দলই সমান ২১টি করে ফাউল করেছে। আর্জেন্টিনা হলুদ কার্ড দেখেছে ৪টি আর ব্রাজিল ৩টি।
মেসি, মার্তিনেজ, দি মারিয়ারা ছিলেন বেশ নিষ্প্রভ। তবে আর্জেন্টিনার ভাগ্য ভালো বলতে হবে, রক্ষণভাগের নৈপুণ্যে গোল খেতে হয়নি।আর্জেন্টিনাকে স্বাভাবিক খেলাটা ব্রাজিল খেলতে দেয়নি বলে অভিযোগ করেছেন লিওনেল স্কালোনি
আর্জেন্টিনাকে স্বাভাবিক খেলাটা ব্রাজিল খেলতে দেয়নি বলে অভিযোগ করেছেন লিওনেল স্কালোনি।
দ্বিতীয়ার্ধে দলের মূল ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো চোটের কারণে বেরিয়ে গেলেও শেষ পর্যন্ত ভিনিসিয়ুস, জেসুস, পাকেতাদের গোল করতে দেননি ওতামেন্দি, পেৎসেয়ারা। নিজেদের খেলাও যে আর্জেন্টিনা ঠিকঠাক খেলতে পেরেছে, তা বলা যাবে না। পারলে কি আর মেসি-দি মারিয়ারা গোল না করে থাকেন? কিন্তু আর্জেন্টিনা এমন খেলল কেন?
আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির কাছে অবশ্য সে প্রশ্নের জবাব আছে। ম্যাচের শেষে সংবাদ সম্মেলনে সে জবাবটিই দিয়েছেন স্কালোনি। শুধু জবাব দিয়েছেন বললে ভুল হবে, প্রকারান্তরে ব্রাজিলের প্রশংসাই করেছেন এই কোচ। তাঁর কাছে মনে হয়েছে, ব্রাজিল আর্জেন্টিনাকে নিজেদের স্বাভাবিক খেলা খেলতে দেয়নি, ‘ম্যাচটি অনেক কঠিন ছিল। তাঁরা এখানে নিজেদের খেলাটিই ঠিকঠাক খেলতে এসেছিল। আর চেয়েছিল, আমরা যেন আমাদের খেলা ভালোভাবে না খেলতে পারি। তারা সে উদ্দেশ্যে সফল। আমাদের দল যদিও পরিস্থিতি বুঝে আস্তে আস্তে ভালো খেলেছে। দ্বিতীয়ার্ধে আমরা একটু ভালো খেলেছি।’
আপনার মূল্যবান মতামত দিন: