স্কটল্যান্ডকে ব্যাটে-বলে রীতিমত বিধ্বস্ত করে টানা পঞ্চম জয় তুলে নিল পাকিস্তান।
রোববার (৭ নভেম্বর) শারজায় টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্কটিশদের ৭২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাবর আজমের দল।
ম্যাচের শুরুতে শোয়েব মালিকের ঝড়ো ফিফটি এবং বাবর আজমের ক্যামিও ইনিংসের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ১৮৯ রানের বড় স্কোর পায় পাকিস্তান। জবাবে খেলতে নেমে ১১৭ রানে থামে স্কটিশদের ইনিংস। বড় রান তাড়া করতে নেমে স্কটল্যান্ডের শুরু থেকেই ভালো হয়নি।
সংক্ষিপ্ত স্কোরঃ
পাকিস্তানঃ ১৮৯/৪ (২০), রিজওয়ান ১৫, বাবর ৬৬, ফখর ৮, হাফিজ ৩১, শোয়েব ৫৪*, আসিফ ৫*; তাহির ৪-০-২৪-১, সাফিয়ান ৪-০-৪১-১, গ্রিভস ৪-০-৪৩-২
স্কটল্যান্ডঃ ১১৭/৬ (২০), মানসি ১৭, কোয়েটজার ৯, ক্রস ৫, বেরিংটন ৫৪*, বাজ ০, লিস্ক ১৪, গ্রিভস ৪, ওয়াট ২*; শাহিন আফ্রিদি ৪-০-২৪-১, রউফ ৪-০-২৭-১, হাসান ৪-১-৩৩-১, শাদাব ৪-০-১৪-২
ফলাফলঃ পাকিস্তান ৭২ রানে জয়ী
ম্যাচ সেরাঃ শোয়েব মালিক (পাকিস্তান)।
আপনার মূল্যবান মতামত দিন: