চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ৮৪ রানে অলআউট টাইগাররা। ব্যাটিংয়ে আরও একটি লজ্জার অধ্যায় লিখল বাংলাদেশ।
আবুধাবিতে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। শুরু থেকেই দাপট দেখান রাবাদা, নরকিয়া। ইনিংসের ৪র্থ ওভারের শেষ দুই বলে কাগিসো রাবাদা তুলে নেন মোহাম্মদ নাইম শেখ (৯) ও সৌম্য সরকারের (০) উইকেট।
কোন রান করার আগেই রাবাদার তৃতীয় শিকার হন মুশফিকুর রহিম। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে (৩) বাউন্সে ফেরালেন আনরিখ নরকিয়া। আফিফ হোসেন ধ্রুবকে প্রথম বলেই বোল্ড করেন ডোয়াইন প্রিটোরিয়াস।
তাব্রাইজ শামসির প্রথম ওভারেই লেগ বিফোরের ফাঁদে পড়েন লিটন দাস। ১১ রানের বেশি করতে পারেননি বিশ্বকাপে অভিষিক্ত শামীম হোসেন। শেষদিকে ২ চার ও ১ ছয়ের সাহায্যে ২৪ রানের ইনিংস খেলেন মেহেদী হাসান। বাংলাদেশের ইনিংস শেষ হয়ে যায় ৮৪ রানে।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশঃ ৮৪/১০ (১৮.২ ওভার) লিটন ২৪, নাইম ৯, সৌম্য ০, মুশফিক ০, রিয়াদ ৩, আফিফ ০, শামীম ১১, মেহেদী ২৭, তাসকিন ৩, নাসুম ০, শরিফুল ০*; রাবাদা ৩/২০, শামসি ২/২১ নরকিয়া ৩/৮, প্রিটোরিয়াস ১/১১
আপনার মূল্যবান মতামত দিন: