-2021-11-02-13-22-49.jpg)
চলতি মৌসুমে হারের বৃত্তে আটকে আছে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার। হারের জেরে চাকরি হারালেন দলটির হেড কোচ নুনো সান্তোস ও তার সকল স্টাফ।
নুনো সান্তোসদের বরখাস্তের বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে টটেনহ্যাম কতৃপক্ষ। পর্তুগীজ মরিনহোর স্থলাভিষিক্ত হিসেবে নুনোর সাথে দুই বছরের চুক্তি করে উত্তর লন্ডনের দলটি। কিন্তু মাত্র চার মাস যেতে না যেতেই নুনোকে বরখাস্ত করল টটেনহ্যাম।
টটেনহ্যামের ব্যবস্থাপনা পরিচালক ফ্যাবিও প্যারাতিসি বলেন, ‘নুনো একজন সত্যিকারের ভদ্রলোক এবং এখানে সবসময় ওকে স্বাগত জানানো হবে। আমরা তাকে এবং তার কোচিং স্টাফদের ধন্যবাদ জানাই। তাদের সকলের ভবিষ্যতের জন্য শুভ কামনা রইল।’
সূত্র: স্কাই স্পোর্টস
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: