শ্রীলংকার বিপক্ষে দুর্দান্ত জয় পেল সাউথ আফ্রিকা

সময় ট্রিবিউন | ৩১ অক্টোবর ২০২১, ০৮:০৭

ছবিঃ সংগৃহীত

শ্রীলংকার বিপক্ষে শ্বাসরুদ্বকর ম্যাচে দক্ষিণ আফ্রিকার জয়। ওয়ানেন্দু হাসারাঙ্গার হ্যাটট্রিকের পরও জয় ছিনিয়ে নিতে পারেনি শ্রীলংকা। 

প্রথমে ব্যাট করে ১৪২ রানে অলআউট হয় শ্রীলংকা। টার্গেট তাড়া করতে নেমে ১ বল হাতে রেখে ৪ উইকেটের জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। জয়ের জন্য শেষ ওভারে প্রোটিয়াদের প্রয়োজন ছিল ১৫ রান। লাহিরু কুমারার করা ২০তম ওভারের প্রথম বলে সিঙ্গেল নিয়ে ডেভিড মিলারকে স্ট্রাইকে পাঠান কাগিসো রাবাদা।

ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে পরপর ছক্কা হাঁকিয়ে দলকে জয়ের দুয়ারে নিয়ে যান মিলার। শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন। ১৩ বলে দুটি ছক্কায় ২৩ রানের ঝড়ো ইনিংস খেলেন ডেভিড মিলার।

সংক্ষিপ্ত স্কোরঃ

শ্রীলঙ্কাঃ ১৪২/১০ (২০), নিশাঙ্কা ৭২, পেরেরা ৭, আসালঙ্কা ২১, রাজাপাকসে ০, আভিষ্কা ৩, হাসারাঙ্গা ৪, শানাকা ১১, করুণারত্নে ৫, চামিরা ৩, থিকশানা ৭*, কুমারা ০; নরকিয়া ৪-০-২৭-২, শামসি ৪-০-১৭-৩, প্রিটোরিয়াস ৩-০-১৭-৩

 

দক্ষিণ আফ্রিকাঃ ১৪৬/৬ (১৯.৫), ডি কক ১২, হেনড্রিক্স ১১, ডুসেন ১৬, বাভুমা ৪৬, মার্করাম ১৯, মিলার ২৩*, প্রিটোরিয়াস ০, রাবাদা ১৩*; চামিরা ৪-০-২৭-২, হাসারাঙ্গা ৪-০-২০-৩

 

ফলাফলঃ দক্ষিণ আফ্রিকা ৪ উইকেটে জয়ী

ম্যাচ সেরাঃ তাব্রাইজ শামসি (দক্ষিণ আফ্রিকা)।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর