আইসিসির আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন লিটন দাস

সময় ট্রিবিউন | ২৬ অক্টোবর ২০২১, ০৫:০৯

ছবিঃ সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের হারের দায়টা যায় লিটন দাসের উপর। শ্রীলঙ্কার দুই হাফসেঞ্চুরিয়ানের তুলে দেওয়া দুটি সহজ ক্যাচ ফেলেছেন তিনি। আর ব্যাট হাতেও কিছু করতে পারেননি। 

এবার আইসিসির আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন এ ব্যাটার। তার সঙ্গে শাস্তি পেয়েছেন লঙ্কান পেসার লাহিরু কুমারাও। কুমারার সঙ্গে বাগযুদ্ধে জড়ানোয় ম্যাচ ফি'র ১৫ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে লিটনকে।

অবশ্য তার চেয়ে বর শাস্তি পেয়েছেন কুমারা। তার জরিমানা ম্যাচ ফির ২৫ শতাংশ। জরিমানার সঙ্গে নামের পাশে একটি করে ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে দুই জনের।

মূল ঘটনাটি ঘটে আগের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচের ষষ্ঠ ওভারে। কুমারার বলে ড্রাইভ করতে গিয়ে লংঅফে ক্যাচ তুলে দেন লিটন। লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা সে ক্যাচ ধরতেই লিটনকে কিছুটা একটা বলেন কুমারা। তার জবাবে কিছু বলেন লিটনও। এক পর্যায়ে দুজন দুজনের দিকে তেড়ে যান। পরে দুই দলের খেলোয়াড় ও আম্পায়াররা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

সূত্র : ডেইলি স্টার 



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর