ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি- এর আগে বিশ্বকাপে ১২ দেখায় একবারও ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। এই প্রথম বাবর আজমের নেতৃত্বে পাকিস্তান পেল জয়ের তৃপ্তি।
রোববার (২৪ অক্টোবর) দুবাইতে অনেক আলোচিত ম্যাচ হয়েছে অনেকটা একপেশে। ভারতকে ১০ উইকেটে হারিয়ে বিশ্বকাপে দুর্দান্ত শুরু করেছে পাকিস্তান।
আগে ব্যাট করে অধিনায়ক বিরাট কোহলির ফিফটিতে ১৫১ রান করেছিল ভারত। জবাবে ১৩ বল আগেই ওপেনিং জুটিতেই ম্যাচ শেষ করে দেয় পাকিস্তান। দলকে জিতিয়ে বাবর অপরাজিত থাকেন ৫২ বলে ৬৮ রানে, তার ওপেনিং সঙ্গী রিজওয়ান ৫৫ বলেই করেন ৭৮।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ২০ ওভারে ১৫১/৭ (রাহুল ৩, রোহিত ০, কোহলি ৫৭, সূর্যকুমার ১১, পান্ত ৩৯, জাদেজা ১৩, পান্ডিয়া ১১, ভুবনেশ্বর ৫*, শামি ০*; আফ্রিদি ৩/৩১, ওয়াসিম ০/১০, হাসান ২/৪৪, শাদাব ১/২২, হাফিজ ২/১২, হারিস ১/২৫)।
পাকিস্তান: ১৭.৫ ওভারে ১৫২/০ (রিজওয়ান ৭৮, বাবর ৬৮ ; ভুবনেশ্বর ০/২৫, শামী ০/৪২ , বুমরাহ ০/২২, বরুন ০/৩৩, জাদেজা ০/২৮)
ফল: পাকিস্তান ১০ উইকেটে জয়ী।
আপনার মূল্যবান মতামত দিন: