বাংলাদেশ পাপুয়া নিউগিনি বা ওমানের চেয়ে ভালো দল নয়

সময় ট্রিবিউন | ১৭ অক্টোবর ২০২১, ০০:৫৪

ছবিঃ সংগৃহীত

সম্প্রতি ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে স্কটল্যান্ড কোচ বলেন, বাংলাদেশ পাপুয়া নিউগিনি কিংবা ওমানের চেয়ে বড় দল না। ‘যদি আমরা নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে পারি, তাহলে আমরা যে কোনো দলকেই বিপদে ফেলতে পারি, বিষয়টা এমনই সহজ।’

তিনি বলেন, ‘ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাটটা সব দলকেই প্রায় এক কাতারে নিয়ে আসে। আমরা জানি আমাদের দলের রসদটা কী। যদি আমরা সেরা ক্রিকেট খেলতে পারি, তাহলে যে কোনো দলকেই হারিয়ে দিতে পারি, সেটা বাংলাদেশ হোক, কিংবা ওমান, পাপুয়া নিউগিনি।’ 

স্কটল্যান্ড কোচ তা মনে করছেন না আদৌ। তার ভাষ্য, ‘বাংলাদেশ পাপুয়া নিউগিনি বা ওমানের চেয়ে ভালো দল নয়, বিষয়টাকে এভাবেই দেখছি আমরা। আমরা জানি প্রত্যেকটা দল আমাদের মুখোমুখি হবে। আমরাই তাদের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াব। আমরা প্রস্তুত আর ম্যাচে নামতে তৈরি।’

তিনি আরও যোগ করেন, ‘আমাদের এ বিষয়টা নিশ্চিত করতে হবে যে আমরা যেন সেদিন বর্তমানে থাকি, সেরা নৈপুণ্যটা দেখাতে পারি। আমরা স্কটিশ ঢঙে মনোযোগী হতে চাই, একে অন্যকে সহযোগিতা করা যেন নির্দিষ্ট দিনে সবাই নিজের সেরাটা ঢেলে দিতে পারে।’



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর