টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুটি অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেললো বাংলাদেশ। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৪ উইকেটে হারার পর আজ আয়ারল্যান্ডের কাছে ৩৩ রান হারলো বাংলাদেশ।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড।নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭৭ রান করে আয়ারল্যান্ড। ১৭৮ রানের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ১৫ রানের ৩ উইকেট হারিয়ে বসে টাইগাররা। ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন, লিটন , নাঈম ও মুশফিক।
সংক্ষিপ্ত স্কোর-
আয়ারলযান্ড: ২০ ওভার ১৭৭/৩
ব্যাটিং: পল স্টার্লিং (২২), অ্যান্ড্রু বালবর্নি(২৫),গ্যারেথ ডেলানি(৮৮)*,জর্জ ডকারেল(৯), হ্যারি টেক্টর(২৩)*।
বোলিং: তাসকিন ২/২৬, নাসুম ১/৩৩।
বাংলাদেশ: ২০ ওভার ১৪৪/১০
ব্যাটিং: নাঈম শেখ(৩), লিটন দাস(১), সৌম্য সরকার(৩৭), মুশফিক(৪), আফিফ(১৭), শামীম(১), শেখ মেহেদী(৯), তাসকিন আহমেদ(), নাসুম(০), মোস্তাফিজুর(), সোহান(৩৮)।
বোলিং: ক্রেগ ইয়াং ২/২১, জোশুয়া লিটল ২/২২, মার্ক অ্যাডায়ার ৩/৩৩।
আপনার মূল্যবান মতামত দিন: