-2021-10-10-14-50-18.jpg)
রাজনীতি, ক্রীড়াঙ্গন তারা পরস্পরের চরম শত্রু, তবে বাস্তবতা হলো, পাকিস্তানের ক্রিকেট চলছে ভারতের অর্থেই! ভারত এই অর্থ দেওয়া বন্ধ করলে পাকিস্তানের ক্রিকেটও থমকে যাবে। ভারতের কেউ বা পাকিস্তান বিরোধী কেউ নন, স্বয়ং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান রমিজ রাজাই তুলে ধরলেন এই বাস্তবতা।
বৃহস্পতিবার ইসলামাবাদে সিনেট স্ট্যান্ডিং কমিটির সামনে আন্ত-প্রাদেশিক ব্যাপারগুলোর প্রসঙ্গে কথা বলতে গিয়ে অকপটে এসব বলেন রমিজ।
তিনি জানান, পিসিবির বার্ষিক বাজেটের ৫০ ভাগই আসে আইসিসির তহবিল থেকে। আর আইসিসির আয়ের সিংহভাগ নির্ভর করে ভারতের ওপর।
আইসিসির তহবিলের ওপর নির্ভরতা কমিয়ে ভবিষ্যতে নিজেদের বাজার বিস্তৃত করা ও আয় বাড়ানোর ওপর জোর দেওয়ার কথা বলেন রমিজ।
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: