‘আমি মারা যাওয়ার আগ পর্যন্ত এই পদ কেউ নিতে চাইবে না’

সময় ট্রিবিউন | ২২ সেপ্টেম্বর ২০২১, ০৭:৪৭

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন-ফাইল ছবি

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, তিনি বেঁচে থাকতে অন্য কেউ সভাপতি পদ নিতে আগ্রহী হবেন না। এছাড়া এই পদে সামনে নতুন কাউকে দেখতেও চান না তিনি।

বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের শেষ সভা শেষে মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এসব কথা বলেন নাজমুল হাসান পাপন।

পাপন বলেন, বিসিবি পরিচালক হতে অনেকেই মুখিয়ে থাকেন কিন্তু বোর্ড প্রধান হতে আগ্রহী কাউকে দেখা যায় না।

বিসিবি সভাপতি বলেন, “আমি যদি এখানে থাকি, আমার একটা জিনিস মনে হচ্ছে যে… আমি মারা যাওয়ার আগ পর্যন্ত, আর কেউ এই পদ নিতে চাইবে না। আমি চাই, আমার বোর্ডে যে-ই আসুক, তাদের চ্যালেঞ্জ করা উচিত যে, আমি প্রেসিডেন্ট হতে চাই। তারা বলুক… এখন তো কেউ বলেও না।”

তিনি বলেন, “বাংলাদেশে নেতৃত্বের অভাব নেই। কিন্তু কোনো কারণে কেউ আসতে চায় না। পরিচালক হতে সবাই চায়। এমন কেউ নেই যে, পরিচালক হতে চায় না। কিন্তু প্রেসিডেন্ট পদের কথা বললে কেউ নাম বলে না। কেন বলে না, আমি জানি না।”

বিসিবি সভাপতি বলেন, “এবার উন্মুক্ত রাখতে চাই। আমি চেষ্টা করব, জানি না সফল হব কিনা। আমি পূর্ণ সমর্থন দেব, যে-ই আসুক। আমাদের কমিটিতে এতদিন যারা ছিল, আমরা যদিও হেরেও যাই, নতুন যে আসুক, পূর্ণ সমর্থন দেব। যখন যা বলবে, আমি করতে রাজি আছি।”

বিসিবি নির্বাচনে শুরুতে কাউন্সিলরদের ভোটে নির্বাচিত করা হয় বিসিবি পরিচালকদের। এরপর পরিচালকদের ভোটে নির্বাচন করা হয় সভাপতি। ২০১২ সালে সরকারের মনোনয়নে ভারপ্রাপ্ত দায়িত্ব নেওয়ার পর ২০১৩ ও ২০১৭ সালের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন নাজমুল।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর