হঠাৎ পাকিস্তান সফর বাতিল করল নিউজিল্যান্ড

সময় ট্রিবিউন | ১৮ সেপ্টেম্বর ২০২১, ০০:১১

ছবি: ইন্টারনেট

নিরাপত্তা হুমকির কারণে হঠাৎ পরিত্যক্ত হয়ে গেছে পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। খবরটি নিশ্চিত করেছে ক্রিকেট ভিত্তিক দুই জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো ও ক্রিকবাজ।

দীর্ঘ ১৮ বছর পর পাকিস্তান সফরে গেছে নিউজিল্যান্ড। শুক্রবার রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩.৩০ মিনিটে তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলার কথা দু’দলের। কিন্তু নিরাপত্তার কারণে কিউইদের পুরো সফরই পরিত্যক্ত হয়ে গেছে।

কিন্তু মাঠে নামতে দেখা যায়নি খেলোয়াড়দের। রুমের ভেতরেই থাকতে বলা হয় তাদের। সমর্থকদেরও পিন্ডি স্টেডিয়ামে আসার অনুমতি ছিল না।

২০০৩ সালের পর এই প্রথম পাকিস্তান সফরে গেছে কিউইরা। নিরাপত্তার কারণেই এতদিন এশিয়ার দেশটিতে যায়নি ব্ল্যাক-ক্যাপরা।

এবারের সফরে পাকিস্তানের বিপক্ষে ৫ টি-টোয়েন্টি ও ৩ ওয়ানডে সিরিজ খেলার পরিকল্পনা ছিল নিউজিল্যান্ডের। কিন্তু তাও ভেস্তে গেল নিরাপত্তা হুমকিতে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর