ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় শেষে এখন ছুটিতে রয়েছেন টাইগার ক্রিকেটাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ছুটি কাজে লাগাতে সৌদি আরবে ওমরাহ করতে দেশ ছাড়লেন বাংলাদেশের সাত ক্রিকেটার।
ওমরাহ করার জন্য আজ বৃহস্পতিবার ( ১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় সৌদি এয়ারলাইন্সে করে ঢাকা ছেড়েছেন ক্রিকেটাররা। ওমরাহ শেষে ২১ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে তাদের। খবরটি নিশ্চিত করেছেন বিসিবির লজিস্টিক ম্যানেজার ওয়াসিম খান।
তাদের মধ্যে পাঁচজন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে রয়েছেন। তারা হলেন- তাসকিন আহমেদ, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ ও মোহাম্মদ সাইফউদ্দিন।
টি-টোয়েন্টি বিশ্বকাপের দলের বাইরে আরও দুই ক্রিকেটার ওমরাহ করতে গেছেন। তারা হলেন- তাইজুল ইসলাম ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান জাকির হাসান। এই সাত ক্রিকেটারের সঙ্গী হয়েছেন পেসার তাসকিন আহমেদের বাবা আব্দুর রশিদ।
আপনার মূল্যবান মতামত দিন: