হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন আকরাম খান

সময় ট্রিবিউন | ২০ এপ্রিল ২০২১, ০১:৪০

ছবিঃ সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর এতদিন রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি ছিলেন বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। এখন শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বাসায় ফিরেছেন তিনি।

গত ৯ এপ্রিল করোনা পরীক্ষায় পজিটিভ আসে আকরাম খানের। তারপর থেকেই হোম কোয়ারেন্টিনে ছিলেন বিসিবির এই অপারেশন্স কমিটির চেয়ারম্যান। তবে পরবর্তীতে কাঁশি বাড়তে থাকায় গত ১৫ এপ্রিল ঢাকার শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। কয়েকদিন হাসপাতালে ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে থাকার পর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন জাতীয় দলের এই সাবেক অধিনায়ক। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আকরাম খান নিজেই। তিনি বলেন,

“ফুসফুস সংক্রমণ অনেকটা কম। এখন মোটামুটি ভালোর দিকে, তাই ডাক্তার রিলিজ দিয়ে দিয়েছে। পরের সপ্তাহে আবার করোনা টেস্ট করাবো। আমার জন্য সবাই দোয়া করবেন।”

আকরাম খান করোনায় আক্রান্ত হলেও সব উপসর্গ ছিল না তার শরীরে। পরবর্তীতে করোনা পরীক্ষা করালে, ফলাফল ‘পজিটিভ’ আসে জাতীয় দলের এই সাবেক অধিনায়কের।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর